মো.
বেলাল উদ্দিনকে সভাপতি ও মো. তানভীর কাউসার ছোটনকে সাধারণ সম্পাদক করে
ফটিকছড়ি স্টুডেন্টস
এসোসিয়েশনের (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ২০১২-১৩ সেশনের কার্যকরী
কমিটি গঠন করা হয়েছে । গত ১৭
জুলাই ২০১২ সকাল ১০ টায় চাকসু ভবনে সংগঠনের প্রতিষ্টাতা সাধারণ
সম্পাদক ও বিদায়ী সভাপতি মো. রায়হান খান ঝুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্যদের
নতুন কমিটি ঘোষণা করা হয় । কমিটির
অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি: তানভীর আহমেদ চৌধুরী,সহ-সভাপতি: ইমাদ চৌধুরী বাপ্পি, সহ-সাধারণ সম্পাদক:
সৈয়দ মো: নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক:
মো: ফিরোজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: মো: মিজানুর রহমান,সহ- সাংগঠনিক সম্পাদক: মো: জিয়াউর রহমান,অর্থ-সম্পাদক: মো: পারভেজ উদ্দিন,সহ- অর্থ সম্পাদক: রানা বড়ুয়া,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: পেয়ার আহমেদ আফিফ,সহ- সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক:
মো: আবদাতুল হাসান রাব্বি,তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো: মহিউদ্দিন চৌধুরী,সহ-তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক:
মো: রহমত উল্লাহ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক:
মো: শাহেদুল ইসলাম,সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক:
মো: ছালাহ উদ্দিন,মহিলা বিষয়ক সম্পাদিকা:
রিক্তা বেগম,সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা:
শমপা দত্ত,আপ্যায়ন বিষয়ক সম্পাদক:
মো: ইমাম হোসেন সাইম,সহ-আপ্যায়ন
বিষয়ক সম্পাদক: মো: শফিউল আলম। কার্যকরী
সদস্যঃ মো: মোরশেদুল আলম মুরাদ, রেশমিন আকতার কণি,জয়ন্তী
আচার্য্য। এসময় সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত
ছিলেন।
Fatickchari Students Association | University of Chittagong
Association of students from Fatickchari at the University of Chittagong,It’s a non Political and Regional student’s Forum/...ESTD:2009...
ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন এর নতুন কার্যকরী কমিটি গঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ির শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন ঊপলক্ষে এক আলোচনা সভা গত ৩০ এপ্রিল ২০১১ চাকসু ৩য় তলায় অনুষ্টিত হয়। চবিতে অধ্যয়নরত ফটিকছড়ির সকল শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে ২০১১-১২ সেশন এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটির দায়িতপ্রাপ্তরা হলেন সভাপতি মোঃ রায়হান খান ঝুমন,সহ সভাপতি মোঃ রাশেদ,সহ সভাপতি মোঃ শাকিল মাহমুদ,সাধারন সম্পাদক মোঃ তানভীর কাউQvর ছোটন,সহ সাধারন সম্পাদক মোঃ তানভীর,যুগ্ন সম্পাদক w`qvR চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দীন,সহ সাংগঠনিক সম্পাদক Bgv` চৌধুরী বাপ্পি,অ©থ সম্পাদক মোঃ মিজানুর রহমান,সহ অ©থ সম্পাদক মোঃ মিজান উদ্দীন,সাহিত্যে ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ,সহ সাহিত্যে ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আলাঊদ্দিন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবিদুর রহমান,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম,প্রচার ও প্রকাশbv সম্পাদক মোঃ gwnউদ্দীন,সহ প্রচার ও প্রকাশbv সম্পাদক মোঃ শওকত হোসেন,মহিলা বিষয়ক সম্পাদিকা মৈvমিতা দেব রায়,সহ মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা নুজহাত সুলতানা,আপ্যায়ন সম্পাদক মোঃ রবিঊল হাসান রায়হান, সহ আপ্যায়ন সম্পাদক মোঃ পারভেজ ঊদ্দিন |
কার্যকরী সদস্য:- মোঃ আফাজ ঊদ্দিন, মোঃ আরফাত, মোঃ জিয়াঊর রহমান,রিক্তা, আইরিন নিছা।
ফটিকছড়িতে তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মশালার শুভ উদ্বোধন
গত ৬ই অক্টোবর 2010 ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ির শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন এবং সেন্টার ফর গুড গভর্ননেন্স এর যৌথ উদ্যোগে তিন মাস ব্যাপী স্কুল ভিত্তিক তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মশালার শুভ উদ্বোধন স্কুলের প্রধান শিক্ষক জনাব রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর গুড গভর্ণনেন্স এর সচিব, বিশিষ্ট তথ্য ও প্রযুক্তিবিদ জনাব ড. তৌহিদ মুহাম্মদ ফয়সাল কামাল। আমন্ত্রিত অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আল মমিন। এছাড়াও ফটিকছড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক ড.তৌহিদ মুহাম্মদ ফয়সাল কামাল বলেন, ডিজিটাল বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নের জন্য সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তি জ্ঞানের প্রসার ঘটাতে হবে। প্রত্যেককে ব্যক্তিগত ভাবে এইক্ষেত্রে অবদান রাখতে হবে। তথ্য প্রযুক্তির সুফল জনগন যাতে সহজেই পেতে পারে সে উদ্দেশ্যে আজকের এ কর্মশালার আমি সফলতা কামনা করছি। বিশেষ অতিথি জনাব. আল মমিন বলেন, তথ্য প্রযুক্তি বিশ্বে টিকিয়ে থাকার জন্য অপরিহার্য। তথ্য প্রযুক্তির জ্ঞানের প্রসার ঘটানোর মাধ্যমে বাংলাদেশ আরো অনেক বেশী ¯^wbf©i হতে পারবে। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব, শাহ কামাল, জনাব. এ,কে, করিম, কুতুব উদ্দিন চৌধুরী, এন,এম, রহমত উল্লাহ, মোঃ রায়হান খান ঝুমন, মরজিনুর আকতার সানি, মোঃ বোরহান আহম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন মজিবুল হক। উল্লেখ্য তিন মাস ব্যাপী এ কর্মশালা ফটিকছড়ির বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমিক ভাবে তথ্য ও প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করবে।
ফটিকছড়িতে স্কুল ভিত্তিক আইটি কর্মশালা শুরু
গত ২৩শে অক্টোবর 2010 সেন্টার ফর গুড গভনের্ন্স এর উদ্যেগে ফটিকছড়ি ভিত্তিক আইটি কর্মশালা নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয় । এ কর্মশালায় সহযোগীতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন, উক্ত কর্মশালার ট্রেনার হিসাবে উপস্থিত ছিলেন আইটিতে উচ্চ প্রশিক্ষন প্রাপ্ত ট্রেনার তৌহিদ মুহাম্মদ আশিক কামাল ও মোঃ আরিফ। ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ রায়হান খান ঝুমন, বেলাল উদ্দিন ,মোঃ মিজান, মহিউদ্দিন, মোঃ শওকত ,দৌলত আলী সহ অনেকে।উল্লেখ্য ফটিকছড়িতে মাধ্যমিক স্কুল পার্যায়ের উক্ত কর্মশালা পর্যায়ক্রমে বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হবে।
ফটিকছড়ি স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আত্মপ্রকাশ
পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয়ে অধ্যনরত সকল শিক্ষার্থী মেধার ¯^v¶i রেখে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পর একজন শিক্ষার্থী বিভিন্ন ধরণের সমস্যার সম্মোখীন হয়। ছাত্র- ছাত্রীদের সমস্যা সমাধান করনের উদ্দেশ্য এলাকা ভিত্তিক বিভিন্ন আঞ্চলিক ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছে। একই উদ্দেশ্য হইতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার প্রয়েজনে বাংলাদেশের অন্যতম উচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে অধ্যয়নরত ফটিকছড়ির কৃতী শিক্ষার্থী ও অধ্যাপনারত শিক্ষকদের নিয়ে ফটিকছড়ির শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আত্মপ্রকাশ ঘটে। ধারাবাহিক ভাবে তিনটি সভার পর গত ১৩ই অক্টোবর ২০০৯ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ সংলগ্ন সুনামী গার্ডেনে চবিতে অধ্যয়নরত সকল ফটিকছড়ির শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে এন, এম রহমত উল্লাহ কে সভাপতি এবং মোঃ রায়হান খান ঝুমন কে সাধারন সম্পাদক করে ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন এর আনুন্ঠানিক যাত্রা শুরু হয়। এ সভায় উপস্থিত ছিলেন ফটিকছাড়র কৃতী সন্তান মোঃ রাসেল মামুন(এম,এস,সি),এ,কে, করিম (এল,এল,এম),মোঃ কতুব উদ্দীন চৌধুরী (এম,এস,সি), এন, এম রহমত উল্লাহ, এ, কে, মামুন, মোঃ রায়হান খান ঝুমন, মজিবুল হক (মুজিব), তানভীর কাউQvর ছোটন, বেলাল উদ্দীন, শাকিল মাহমুদ, জিতু বড়ুয়া, মরজিনুর আকতার, নাজিয়া আফরোজ নিশাত , আফছানা ইয়াছমিন ,মোঃ মিজান উদ্দীন, মোঃ মিজানুর রহমান মাঃ জামাল উদ্দীন, মোঃ ইমাদ চৌধুরী বাপ্পি,, এস, এম, ওসমান গণি, মোঃ শরীফ, আবু রায়হান, মোঃ রবিউল হাছান, আবিদুর রহমান, কামরুল হাছান আরাফাত, মোঃ আবু সাহেদ,মোঃ এনায়েত উল্লাহ সহ আরো । উল্লেখ্য যে, এ সংগঠন সম্পূর্ণ রাজনীতিমুক্ত শিক্ষার্থীদের কল্যাণে নিয়োজিত একটি আঞ্চলভিত্তিক ছাত্র সংগঠন।
ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন এর লক্ষ্যে ও উদ্দেশ্য
(ক) নবাগত ছাত্র- ছাত্রীদের সর্বাত্মক সহযোগিতা করা।
(খ) আমাদের মাঝে পারস্পরিক সহযোগীতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা।
(গ) গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সহযোগীতা করা।
(ঘ) ফটিকছড়ির জন প্রতিনিধিদের সাথে যোগাযোগের মাধ্যেমে ফটিকছড়ির শিক্ষা ও সামাজিক উন্নয়নের প্রচেষ্টা চালানো।
(ঙ) বিভিন্ন প্রকার দূর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং বিভিন্ন গণসচেতনতা মূলক কর্মসূচী বাস্তবায়ন করা।
ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন এর মূলনীতি
(ক) এটি অরাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচিত হবে।
(খ) কোন সদস্যের প্রয়োজনে সহযোগিতা প্রদান করবে।
(গ)ফটিকছড়ির উন্নয়নে অবদান রাখবে।
Subscribe to:
Posts (Atom)