পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ। বিশ্ববিদ্যালয়ে অধ্যনরত সকল শিক্ষার্থী মেধার ¯^v¶i রেখে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পর একজন শিক্ষার্থী বিভিন্ন ধরণের সমস্যার সম্মোখীন হয়। ছাত্র- ছাত্রীদের সমস্যা সমাধান করনের উদ্দেশ্য এলাকা ভিত্তিক বিভিন্ন আঞ্চলিক ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছে। একই উদ্দেশ্য হইতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার প্রয়েজনে বাংলাদেশের অন্যতম উচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে অধ্যয়নরত ফটিকছড়ির কৃতী শিক্ষার্থী ও অধ্যাপনারত শিক্ষকদের নিয়ে ফটিকছড়ির শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আত্মপ্রকাশ ঘটে। ধারাবাহিক ভাবে তিনটি সভার পর গত ১৩ই অক্টোবর ২০০৯ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ সংলগ্ন সুনামী গার্ডেনে চবিতে অধ্যয়নরত সকল ফটিকছড়ির শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে এন, এম রহমত উল্লাহ কে সভাপতি এবং মোঃ রায়হান খান ঝুমন কে সাধারন সম্পাদক করে ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন এর আনুন্ঠানিক যাত্রা শুরু হয়। এ সভায় উপস্থিত ছিলেন ফটিকছাড়র কৃতী সন্তান মোঃ রাসেল মামুন(এম,এস,সি),এ,কে, করিম (এল,এল,এম),মোঃ কতুব উদ্দীন চৌধুরী (এম,এস,সি), এন, এম রহমত উল্লাহ, এ, কে, মামুন, মোঃ রায়হান খান ঝুমন, মজিবুল হক (মুজিব), তানভীর কাউQvর ছোটন, বেলাল উদ্দীন, শাকিল মাহমুদ, জিতু বড়ুয়া, মরজিনুর আকতার, নাজিয়া আফরোজ নিশাত , আফছানা ইয়াছমিন ,মোঃ মিজান উদ্দীন, মোঃ মিজানুর রহমান মাঃ জামাল উদ্দীন, মোঃ ইমাদ চৌধুরী বাপ্পি,, এস, এম, ওসমান গণি, মোঃ শরীফ, আবু রায়হান, মোঃ রবিউল হাছান, আবিদুর রহমান, কামরুল হাছান আরাফাত, মোঃ আবু সাহেদ,মোঃ এনায়েত উল্লাহ সহ আরো । উল্লেখ্য যে, এ সংগঠন সম্পূর্ণ রাজনীতিমুক্ত শিক্ষার্থীদের কল্যাণে নিয়োজিত একটি আঞ্চলভিত্তিক ছাত্র সংগঠন।
ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন এর লক্ষ্যে ও উদ্দেশ্য
(ক) নবাগত ছাত্র- ছাত্রীদের সর্বাত্মক সহযোগিতা করা।
(খ) আমাদের মাঝে পারস্পরিক সহযোগীতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা।
(গ) গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে সহযোগীতা করা।
(ঘ) ফটিকছড়ির জন প্রতিনিধিদের সাথে যোগাযোগের মাধ্যেমে ফটিকছড়ির শিক্ষা ও সামাজিক উন্নয়নের প্রচেষ্টা চালানো।
(ঙ) বিভিন্ন প্রকার দূর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং বিভিন্ন গণসচেতনতা মূলক কর্মসূচী বাস্তবায়ন করা।
ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন এর মূলনীতি
(ক) এটি অরাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচিত হবে।
(খ) কোন সদস্যের প্রয়োজনে সহযোগিতা প্রদান করবে।
(গ)ফটিকছড়ির উন্নয়নে অবদান রাখবে।
No comments:
Post a Comment